ঢাকায় আশকোনা হজক্যাম্পের কোয়ারান্টাইন থেকে ছাড়পত্র পাওয়া চীন ফেরত এক বাংলাদেশি শিক্ষার্থীকে রবিবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হান(২৮)নামে ওই শিক্ষার্থীর বাসা হবিগঞ্জ শহরে। তিনি চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। রায়হান গত ৮ ফেব্রুয়ারি চীন থেকে দেশে ফেরেন এবং কোয়ারান্টাইনে ছিলেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, চীন ফেরত ওই শিক্ষার্থী গত তিন দিন ধরে সর্দি-কাশি ও ঘাড় ব্যথায় ভুগছেন। তাকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন,‘ইতোমধ্যে রায়হানের রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি ২-১ দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।’
করোনাভাইরাইস চিকিৎসার জন্য হাসপাতালের একজন মেডিসিন চিকিৎসককে প্রধান করে একটি টিম গঠন করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত রোগীকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের একটি কক্ষ রাখা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্স ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানান তিনি। সোমবার চীনের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এপি জানিয়েছে, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাইভাইরাসে ৭১ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন এবং ১৭৭৫ জন মারা গেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান