চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে বলেছেন, তার দেশ ও আমেরিকার মধ্যকার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা উচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের নিবর্তনমূলক পদক্ষেপ ও চীনকে থামিয়ে দেয়ার প্রচেষ্টা জোরদার করার পর এই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।
ওয়েই ফেঙ্গে আজ (শুক্রবার) এক সেনা সমাবশে এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন ভূমিকার কারণে চীনের সামনে লড়াই করার চেতনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।খবর পার্সটুডে।
চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদেরকে অবশ্যই ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, যুদ্ধের জন্য সাহসী হতে হবে, যুদ্ধে ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে।”
সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝু চেং বলেন, “সাইবার, মহাকাশ, গভীর সমুদ্র ও জীবাণু গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে।” তিনি বলেন, দেশীয় উদ্ভাবন ও বৈপ্লবিক প্রযুক্তি তৈরিতে গতি আনতে হবে।