চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বেইজিং সফরে যাচ্ছেন চলতি সপ্তাহে। চীনে এটি তার প্রথম সফর। খবর এএফপি’র।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এ সফরে যাচ্ছেন।

এএফপি’র খবরে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় ছাড়াও ম্যাটিসের সফরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে বিদ্যমান আলোচনা।

এই আলোচনায় চীনের সহযোগিতা কামনা করবেন ম্যাটিস। চার দিনের এ সফর চলাকালে ম্যাটিসের দক্ষিণ কোরিয়া ও জাপান যাওয়ার কথা রয়েছে।

আজকের বাজার/একেএ