সোমবার খাইল্যান্ডে দক্ষিণ পূর্ব এশিযার নেতাদের এক বৈঠকে, দক্ষিণ চীন সাগরে চীনের অব্যাহত সামরিক শক্তি বৃদ্ধির সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন।
তিনি বলেন “আসিয়ানের দেশগুলো যাতে তাদের সমুদ্রতীর থেকে দূরবর্তী এলাকায় সম্পদ ব্যবহার করতে না পারে সে জন্য চীন ভীতি প্রদর্শন করেছে। তারা আড়াই লক্ষ কোটি ডলারের তেল ও গ্যাস উত্তলনের পথ আটকে রেখেছে। আন্তর্জাতিক আইনের তা পরিপন্থী।”
চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লে উচেং, ওয়াশিংটনকে লক্ষ্য করে সমালোচনা মূলক মন্তব্য করেন। তিনি বলেন ওই অঞ্চলের বাইরের শক্তি, আলোচনায় হস্তক্ষেপ করছে।
আজকের বাজার/লুৎফর রহমান