মধ্যপ্রাচ্যের অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য ‘অয়েল অ্যান্ড গ্যাস প্লাস’ প্রকল্পের আওতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ২ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সর।
মঙ্গলবার (১০ জুলাই) বেইজিংয়ে ২১টি আরব রাষ্ট্রের প্রতিনিধিদের সম্মেলনে এ ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট।
তিনি একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ওই অঞ্চলের দেশগুলোর জন্য ১০ কোটি ৬০ লাখ ডলার আর্থিক সহযোগিতা দেবে বেইজিং।
রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে সক্রিয়তা বাড়িয়েছে চীন। দেশটির গুরুত্বপূর্ণ ‘বেল্ট অ্যান্ড রোড’ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে আরব দেশগুলোর। এই নীতির আওতায় চীন কেন্দ্রীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক রুট নির্মাণ করবে।
ফিলিস্তিনিদের জন্য দেড় কোটি ডলার সহযোগিতা রয়েছে।
সম্মেলনে শি বলেন, মধ্যপ্রাচ্যের অনেক নিরাপত্তা সমস্যা সমাধানের চাবিকাঠি হলো উন্নয়ন। আমাদের একে অন্যের প্রতি আচরণ খোলামেলা হওয়া উচিত, পার্থক্যকে ভয় নয়, সমস্যা এড়ানো নয় বরং পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা বৃদ্ধি করা উচিত।
চীনা প্রেসিডেন্ট জানান, ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেড় কোটি ডলার সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে জর্ডান, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ৯০ কোটি ১০ লাখ ডলার সহযোগিতা দেওয়া হয়েছে।
চীন ও আরব দেশগুলোর ব্যাংকগুলোর একটি কনসোর্টিয়ামকে ৩০০ কোটি ডলার দেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের বাজার/একেএ