চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

জেলার চুনারুঘাট শহরের উত্তর বাজার এলাকায় বুধবার রাত সাড়ে ৮টায় দাঁড়ানো ট্রাকে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এর মাঝে মোটরসাইকেল চালক উপজেলার জাজিউতা গ্রামের নিতাই নাথ এর ছেলে হৃদয় নাথ (২০) ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এ মোটর সাইকেল মেরামতের কাজ করত। সাথে থাকা অপর আরোহী শ্রীকুটা গ্রামের মরম আলীর ছেলে রাজু মিয়াকে(২১) হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যায়।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রাম থেকে চুনারুঘাট শহরে আসার সময় উত্তর বাজার এলাকা একটি দাঁড়ানো ট্রাকের পিছনে মোটর সাইকেল আরোহী ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক আসতে দেখে দাঁড়ানো ট্রাককে ধাক্কা দেয়। পরে সেই ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়। এতে হৃদয় ঘটনাস্থলেই হৃদয় নিহত হয় এবং তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী রাজু মিয়াকে হাসপাতালে নেয়া হলে সেখানেই সে মারা যায়।