জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজার সোমবার রাত সাড়ে ৯টায় ব্যাটারিচালিত ইজিবাইক টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান মিয়া (২০) নামে এক টমটম চালক নিহত হয়েছে। মৃত ব্যক্তি চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোমান মিয়া সারাদিন টমটম চালানোর পর রাতে সেটি চার্জ দিতে যায় জারুলিয়া বাজারের তালুকদার মুরগীর ফার্মে। এ সময় একটি বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রোমান মিয়া।
চুনারুঘাট থানার ওসি নামমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।