আমের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ মৌসুম ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ সকাল ৯ টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রাকাননের বাদল মিয়ার বাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজীজ,দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল,উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন শাহনেওয়াজ রাব্বি, জেলা আম ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল করিমসহ অন্যান্যরা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গার আম সুস্বাদু হাওয়াই এ আমের কদর রয়েছে বেশ । যার ফলশ্রুতিতে গুণগত মানের এ আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিলো। সে অনুযায়ী আম পাড়া শুরু হয়েছে আজ থেকে। (বাসস)