হঠাৎ চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধার পর থেকে কুয়াশা মাত্রা বাড়তে থাকায় দূরের কোনকিছু দেখা যাচ্ছে না। হাড়কাপানো কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।
রাত পেরিয়ে সকাল আসার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা যেন আরও বেড়ে যাচ্ছে । দিনের বেলায় যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানায়, আজ সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৪ ভাগ। (বাসস)