চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু

জেলার সদর উপজেলায়  আজ  দুইটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুইটি ইউনিয়ন হলো শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন। চুয়াডাঙ্গা সদরের ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ ইউনিয়ন দুটিতে  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন। সেই সাথে সংরক্ষিত সদস্য পদে ৩৬ জন, এবং সাধারণ সদস্য মেম্বার পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে শংকর চন্দ্র ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। আর শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ দুটি ভাগে বিভক্ত করে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে। শংকর চন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, তিনটি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১৬ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এদিকে নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, তিনটি সংরক্ষিত পদে ২০ জন এবং ৯ টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। শংকর চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (টেবিল ফ্যান), মহিবুল আলম সুজন (চশমা), বকতিয়ার হোসেন( মোটরসাইকেল) সিকদার রাকিব হাসান (ঘোড়া) শফিকুল ইসলাম (রজনীগন্ধা) কাজী আমিরুল ইসলাম (আনারস) জিসান মিয়া (টেলিফোন) ও লিলুয়ার হোসেন (অটো রিক্সা) প্রতীক  নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংকর চন্দ্র ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ২শত ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৫শত ৯৪ জন এবং মহিলা ভোটার ৯হাজার ৬শত ৯৯ জন।
অপরদিকে, নবগঠিত মাখালডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে আরশাদ উদ্দিন আহাম্মেদ চন্দন (মোটরসাইকেল) বিশ্বজিৎ সাহা (ঘোড়া) আব্দুর রাজ্জাক (চশমা) আসাদুল হক (আনারস) ওসমান গনি (অটোরিকশা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাখালডাঙ্গা ইউপিতে ভোটার সংখ্যা ১৯ হাজার ৬শত ৫৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৩ জন এবং মহিলা ভোটর ৯ হাজার ৫ শত ৬৪ জন।