রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক মামলা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বুধবার ৭ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ ব্যাংক এই ঘটনাটি নিয়ে নিউ ইয়র্কে মামলার প্রস্তুতি নিচ্ছে।
মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সহায়তা দেবে বলেও জানান মুহিত। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষ মুহিত সাংবাদিকদের জানান, চুরি যাওয়া টাকা ফেরত পেতে মামলা করবে বাংলাদেশ ব্যাংক।
তিনি জানান, বুধবার বিকেল কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, চুরি যাওয়া অর্থ ফেরত আনতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক মামলা করবে। এছাড়া এই ঘটনার সঙ্গে ১০ থেকে ১২টি দেশের প্রতিষ্ঠান জড়িত থাকার সন্দেহে তাদেরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
আজকের বাজার:এসএস/৭ফেব্রুয়ারি ২০১৮