চুল সিল্কি করবে অ্যালোভেরা প্যাক

অ্যালোভেরা জেল চুলের যত্নে অনন্য। অ্যালোভেরা জেল ও নারকেল তেলের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল হয় ঝলমলে ও সুন্দর।

 চলুন জেনে নেই ম্যাজিক হেয়ার প্যাকটি কীভাবে তৈরি ও ব্যবহার করবেন:

অ্যালোভেরা জেল মসৃণ করে ব্লেন্ড করে নিন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। ধীরে ধীরে পুরো চুলে লাগান।

চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগানো হলে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে নিন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

হেয়ার প্যাকটি  ব্যবহারের উপকারিতা:

ভেঙ্গে যাওয়া রুক্ষ চুলে প্রাণ নিয়ে আসে অ্যালোভেরা ও নারকেল তেলের হেয়ার প্যাক।
চুল  মসৃণ ও সিল্কিকরে।
চুল ঘন ও উজ্জ্বল করে হেয়ার প্যাকটি।

খুশকিদূর করে।
হেয়ার প্যাকটি থেকে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পাওয়া যায় যা স্বাস্থ্যোজ্জ্বল করে চুল।
চুলের ভেঙ্গে যাওয়াও প্রতিরোধ করে্  এ প্যাকটি।

আজকের বাজার/এসএম