চুয়াডাঙ্গার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এছাড়া আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নে চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি মনোনিত প্রার্থীসহ ৫ জন, সাধারণ পুরুষ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া ডাউকী ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৫ জন ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩ জন প্রতিদ্ব›ন্দিতা করছেন।
নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে সন্বোাষ প্রকাশ করেছেন ভোটাররা।