জেলার দামুড়হুদা উপজেলায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল কোভিড-১৯ সংক্রান্ত জরুরী সভায় দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
লকডাউন কঠোরভাবে কার্যকর করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। সে মোতাবেক আজ সকাল ৬টা থেকে সকল দোকান পাঠ বন্ধ আছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। এছাড়া প্রশাসনের পাশাপাশি পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সর্তকতার সাথে ২৪ ঘন্টা নিরলসভাবে দায়িত্ব প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
লকডাউন চলাকালীন উপজেলার সমস্ত সপিংমল, চায়ের দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরীসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কৃষির সাথে স¤পর্কিত কিছু যানবাহন চলাচল করতে পারবে।