চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সোহেলের ব্যক্তিগত খান নার্সারি থেকে তাকে আটক করা হয়। নার্সারিতে বসে সে ইয়াবার চালান আনা-নেওয়া করত। সোহেল পৌর কাউন্সিলর আলী আজগর সাচ্চুর ভাগ্নে পরিচয়ে নার্সারির আড়ালে ইয়াবা ব্যবসা করত বলে পুলিশ জানিয়েছে। ইয়াবা ব্যবসায়ী সোহেল বাবুপাড়ার নাসিরউদ্দিনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, আলমডাঙ্গায় মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মাদক প্রশ্নে কোন মেয়র বা কাউন্সিলরের আত্মীয়কে ছাড় দেয়ার পুলিশের কোন সুযোগ নাই। মাদক প্রশ্নে পুলিশ জিরো টলারেন্স।
অভিযানে নেতৃত্ব দেওয়া থানার এএসআই মোস্তফা কামাল জানান, স্টেশন সড়কে খান নার্সারিতে ইয়াবার চালান আসা-যাওয়া ও খুচরা এবং পাইকারী বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সোহেলকে আটকের পর তার কাছ থেকে ১ শ’ ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, সোহেল পৌর কাউন্সিলর আলী আজগর সাচ্চুর ভাগ্নে পরিচয়ে এলাকায় দাপটের সাথে ইয়াবার ব্যবসা করে আসছিল।
মাদক ব্যবসায়ী সোহেল জানায়, সে কয়েক মাস ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে।
আজকের বাজার/আরজেড