চুয়াডাঙ্গা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, রেল লাইনপাড়া এলাকার আল আমিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার ছেলে হাসিব উদ্দিন রকি (৩০) এবং ওই এলাকার মেহেদি আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)।
বুধবার (৯ মে) রাতে চুয়াডাঙ্গা শহরের রেললাইন পাড়া থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে র্যাবের সংবাদে সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে চুয়াডাঙ্গা শহরের রেল কলোনি এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় ১টি দোনলা বন্দুক, ২টি ইয়ার গান, ৯টি কার্তুজ, ৭৯টি কার্তুজের খোলা, ৪টি ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেনসিডিলসহ হাসিব উদ্দিন, সানজিদা সুলতানা বনি ও সুফিয়া বেগম নামের তিনজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।
জব্দকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানে ব্যবহার করত বলে জানান তিনি।
আজকের বাজার/একেএ