জেলায় আবারও কমেছে তাপমাত্রা। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
আজ রোববার সকাল ৬ টায় জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক।