চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব ফেরত এক নারীকে মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থ আশুরা বেগম (৬৫) উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ওমরা পালন শেষে গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
আশুরার ছেলে লিটন আলী জানান, গত ৩১ জানুয়ারি তার মা ওমরা পালনের জন্য দুবাই হয়ে সৌদি আরবে যান। ওমরা শেষে তিনি শরীরে জ্বর ও ব্যথা নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন। দেশে এসে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বরের পাশাপাশি দেখা দেয় কাঁপুনি ও কাশি। লিটনের স্ত্রী রুপালী খাতুন বলেন, ‘জ্বর, কাশি ও শরীরে ব্যথা নিয়ে আমার শাশুড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসকরা জ্বর ও কাশির ওষুধ দিয়ে ওইদিনই বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে লোকজন এসে আমার শাশুড়িকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যায়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হোসেন জানান যে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে। তাদের চার সদস্যের একটি প্রতিনিধিদলের দু-এক দিনের মধ্যে চুয়াডাঙ্গায় আসার কথা আছে। ওই প্রতিনিধিদলের পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিষ্কার হওয়া যাবে যে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কি না। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান