চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন খান এই রায় দেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৬ই জানুয়ারি উপজেলার গোবিন্দহুদা গ্রামের কৃষক মহসীন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করেন মহসীনের স্ত্রী নিলুফা বেগম। মামলার তদন্ত শেষে ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে ১৪ আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
আজকের বাজার/আরজেড