চুয়াডাঙ্গায় চলছে কঠোর লকডাউন

জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ ১৪তম দিনে চলছে কঠোর লকডাউন। সকাল থেকেই সড়কগুলোতে ছিলোনা কর্মমূখি মানুষের ভিড়। ছিলো না যানবহনের শব্দ। দোকানপাটও ছিলো বন্ধ।

বিভিন্ন দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্যরা। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে লকডাউন পালনে নিয়মিত টহল দিয়ে চলেছে। লকডাউন ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন জনকে জরিমানা করা হচ্ছে। গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি মোবাইল কোটে ৪১টি মামলায় ৪৫ জনকে ১,৪৪,২০০ টাকা জরিমানা ও ১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা জেলায় কঠোর ভাবে পালনের লক্ষ্যে ৪ প্লাটুন সেনাবাহিনী ৪ প্লাটুন বিজিবি, পুলিশ এবং ৪ জন উপজেলা নির্বাহী অফিসারসহ ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর লকডাউন পালন করতে মাঠে কাজ করছেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান