জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ ১৪তম দিনে চলছে কঠোর লকডাউন। সকাল থেকেই সড়কগুলোতে ছিলোনা কর্মমূখি মানুষের ভিড়। ছিলো না যানবহনের শব্দ। দোকানপাটও ছিলো বন্ধ।
বিভিন্ন দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্যরা। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে লকডাউন পালনে নিয়মিত টহল দিয়ে চলেছে। লকডাউন ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন জনকে জরিমানা করা হচ্ছে। গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি মোবাইল কোটে ৪১টি মামলায় ৪৫ জনকে ১,৪৪,২০০ টাকা জরিমানা ও ১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা জেলায় কঠোর ভাবে পালনের লক্ষ্যে ৪ প্লাটুন সেনাবাহিনী ৪ প্লাটুন বিজিবি, পুলিশ এবং ৪ জন উপজেলা নির্বাহী অফিসারসহ ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর লকডাউন পালন করতে মাঠে কাজ করছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান