চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় শনিবার রাতে সরকারি কলেজ ছাত্রলীগের নেতা সাকিল আহম্মেদ জিমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত জিম চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার নাজিম উদ্দীনের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, শনিবার রাতে সাকিলসহ বেশ কয়েকজন শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে ৮-১০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার সহযোগীরা পালিয়ে গেলেও জিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জিমের পিঠ, মাথাসহ শরীরের অসংখ্য জায়গায় গুরুতর জখমের সৃষ্টি হয়। এছাড়া প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান