চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

বখাটের ছুরিকাঘাতে লিমা (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার সকালে চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটি এলাকায় এই ঘটনা ঘটে। আহত লিমা রাহেলা খাতুন গালর্স একাডেমির ৮ম শ্রেণির ছাত্রী। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে বখাটে রানা।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় এলাকার চিহ্নিত বখাটে রানা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সর্দার পাড়ার লিয়াকতের ছেলে রানা দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে বিরক্ত করতো বলে জানায় আহত শিক্ষার্থী।

অভিযুক্ত রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজকেরবাজার/আরজেড