চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গবিন্দপুর গ্রামে স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো উপজেলার গবিন্দপুর গ্রামে হিপাত মোল্লার ছেলে ইয়ার আলী ও তার স্ত্রী রজিনা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, ধারণা করা হচ্ছে শনিবার রাতে কে বা কারা গবিন্দপুর গ্রামের স্বামী ইয়ার আলী ও স্ত্রী রজিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে আবদ্ধ করে রেখেছে। স্থানীরা রোববার সারাদিন তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে জানালা দিয়ে স্বামী ও স্ত্রী দু জনের লাশ দেখতে পায়। পরে রোববার সন্ধ্যায় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছায়। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে, লাশের সুরতহাল রিপোর্ট করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান