চুয়াডাঙ্গায় ডাকাতি মামলার আসামির মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। গত ফেব্রুয়ারিতে একটি মামলায় তিনি জামিনে ছাড়া পান।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বাবু। পরে পরিবারের লোকজন বিষয়টি থানায় জানালে বাবুকে উদ্ধারে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে গ্রামের উজির আলী শাহ নামের এক ব্যক্তির ঘরে বাবুর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একেএ/