চুয়াডাঙ্গায় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হেলালুল ইসলাম হেলাল খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
শনিবার সকালে আলমডাঙ্গা উপজেলার যুগিরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বাড়ির কাছের ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন হেলাল।এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রতিবেশী মানিক ও তার সহযোগীরা হেলালকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
পুলিশ জানায়, অভিযুক্ত মানিককে ধরতে অভিযান চলছে।
আজকের বাজার/আরজেড