চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার দর্শনা রেলক্রসিংয়ের অদূরে ইসমাইলের আখ ক্ষেত থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম হৃদয় (২৫)। নিহত হৃদয় উপজেলার দর্শনা পৌরশহরের শান্তিপাড়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
জানা যায়, গত ১৯ জুন সন্ধ্যা ৭ টার দিকে হৃদয় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আখক্ষেতে গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত হৃদয় এলাকার চিহ্ণিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৪ টি মামলা ছিল।
আজকের বাজার/একেএ