চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়কের পাশ থেকে হৃদয় (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় উপজেলার দর্শনার পাঠানপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল ৮টার দিকে দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত হৃদয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে উপজেলার দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি হৃদয়ের বলে শনাক্ত করা হয়। নিহত হৃদয় এলাকার ইয়াবা ব্যবসায়ী বলে পরিচিত।

মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে।

আরএম/