চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার পিয়ারতলা মোড় এলাকায় অটো রাইস মিলে বৃহস্পতিবার ভোরে ধানের বস্তা চাপা পড়ে নিজাম উদ্দীন (৪০) নামে এক শ্রমিক নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে। নিজাম উদ্দীন ওই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
রাইস মিলে কর্মরত শ্রমিক জাফর আলী জানান, প্রতিদিনের মত তারা ১০-১৫ জন সততা রাইস মিলে রাতের শিফটে কাজ করছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ মিলের ভেতরে সাজিয়ে রাখা ধানের বস্তা ধসে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নিজাম ও নাসির উদ্দীন নামে দুই শ্রমিক। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাসির উদ্দীনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান