চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শাকিব নামে এক দশম শ্রেণির ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৪ মে) সন্ধ্যায় দামুড়হুদার ভালাইপুর বাজারের অদূরে কুঠিবাড়ির এক ইপিল বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শাকিব সদর ইপজেলার কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার করিমের ছেলে। সে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ অাদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
দামুড়হুদা থানা পুলিশের ওসি অাকরাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। খুনের কারণ এখনও জানা যায়নি। তদন্তের কাজ শেষ হলেই সব কিছু জানা যাবে।
আজকের বাজার/আরআইএস