চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে জাফর আলী নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাফর আলী বাসের হেলপার ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর গ্রামের বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, বৃহস্পতিবার সকালে পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে দশমাইল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার জাফর নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
আজকের বাজার/একেএ