চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

জেলায় রোববার রাত সাড়ে ৯টায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুমার সরকার(৩৫) নিহত হয়েছে।মৃত ব্যক্তি ঝাল কাঠি জেলার নলছিাট উপজেলার রানাপাশা গ্রামের পুলিশ কনস্টেবল সুভাষচন্দ্র সরকারের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মিল্টন কুমার সরকার রোববার রাত সাড়ে ৯ টার দিকে নিজ ব্যবহৃত মোটর সাইকেলযোগে ডিউটিতে যাচ্ছিলেন। থানা থেকে রেবিয়ে দামুড়হুদা-দর্শনা সড়কের আব্দুল অদুদ শাহ কলেজের অদূরে পৌঁছুলে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান দামুড়হুদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘটনাস্থলে ছুুটে আসেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর,পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পলিশের উর্ধতন কর্মকর্তারা। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান