চুয়াডাঙ্গায় ৩০ লাখ টাকা মূল্যের ৭০ ভরি স্বর্ণসহ শাহিন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকাল ৭টায় দামুড়হুদার জয়রামপুরে খুলনাগামী নিউ মডার্ন পরিবহণ বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
শাহিন মিয়া টাঙ্গাইলের মির্জাপুরের মৃত আমির উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক রাসেল নিউ মডার্ন পরিবহণে শাহিন মিয়ার দেহ তল্লাশি করলে তার পকেট থেকে ৭০ ভরি ওজনের সাতটি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সোনার বারগুলি ভারতে পাচারের উদ্দেশে সে বহন করছিল।
শাহিনকে দামুড়হুদা থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
রাসেল/