দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে রবিবার ভোরে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
নিহত ওমেদুল ইসলাম (২৬) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে আসলেও বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ওমেদুল ইসলাম মারা যান। হত্যার পর নিহতের লাশ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. খালেকুজ্জামান জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র পাঠানো হবে।