চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল কাল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে বিকাল ৪টায় উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটেরউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. কৌশিক দেব, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. সজল চন্দ্র বনিক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালনায় ও ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আরএম/