চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘চুয়েট প্রিমিয়ার লিগ’ (সিপিএল) ক্রিকেট টুর্নামন্টে। এ লিগে অংশ নি্ছে ছাত্র-শিক্ষকদের ২০টি টিম।
বুধবার বিকেলে কেন্দ্রিয় খেলার মাঠে সিপিএল-এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম, ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান, সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: রিয়াজ আক্তার মল্লিক, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: সানাউল রাব্বী, শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আএম/রাসেল