মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেশব্যাপী ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে তার পুন:নির্বাচনের চূড়ান্ত প্রচারণায় ‘আরেকবার সুন্দর বিজয়’ অর্জনের আশাবাদ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।
মিশিগানের গ্রান্ড র্যাপিডস-এ বিপুল জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কাল আরেকবার সুন্দর জয় পেতে যাচ্ছি।’ ২০১৬ সালে এখানেই তিনি তার চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।
আর ওই সময়ও তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করার ক্ষেত্রে বিভিন্ন জরিপ ফলাফলে পিছিয়ে ছিলেন।
তিনি বলেন, ‘আমরা আরেকবার জয়ের ইতিহাস তৈরি করতে যাচ্ছি।’