চেংদুতে চীনা কর্তৃপক্ষ মার্কিন কনস্যুলেটের নিয়েছে নিয়ন্ত্রণ

চীনা কর্তৃপক্ষ সোমবার চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। এর কয়েকদিন আগে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন চেংদুর মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ কনস্যুলেটের ভেতরে ঢুকে এর নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে চেংদুতে মার্কিন কনস্যুলেটের দিকে যাওয়ার রাস্তা পুলিশ বন্ধ করে দেয়।

সরকারি সংবাদ মাধ্যম বলছে, কনস্যুলেটের স্টাফরা সোমবার ভোর ছয়টার দিকে কমপাউন্ড ছেড়ে চলে গেছে। এদিকে শুক্রবার সর্বশেষ চীনা দূত হিউস্টনের চীনা কনস্যুলেট ভবন ত্যাগ করে।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়ার পর শুক্রবার চীন সিচুয়ান প্রদেশের চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের পাল্টা নির্দেশ দেয়, যা দেশ দুটির বিরোধ চরমে ওঠার প্রমাণ দেয়।

এ প্রেক্ষাপটে চীনের জাতীয়তাবাদী ট্যাবলয়েড গ্লোবাল টাইমস তার এক সম্পাদকীয়তে সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি চীন-মার্কিন সম্পর্ককে চরম খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ থাকে তাহলে একুশ শতক হবে আরো অন্ধকারময় এবং স্নায়ু যুদ্ধকালীন সময়ের চেয়েও বিস্ফোরণোম্মুখ। এতে আরো বলা হয়, ক্রমবর্ধমান এই উত্তেজনার পরিণাম নজিরবিহীন হতে পারে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান