স্কটল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচেও দলের সাথে ডাগ আউটে থাকতে পারছেন না চেক প্রজাতন্ত্রের কোচ জারোস্লাভ সিলাভি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে চেক এফএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, দূর্ভাগ্যবশত: স্কটল্যান্ড সফরে দলের প্রধান কোচ জারোস্লাভ সিলাভি ও একজন খেলোয়াড় যেতে পারছেন না। তাদের কোভিড টেস্ট পজিটিভ এসেছে।’
তবে বাকি দল আজ স্কটল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। বুধবার সন্ধ্যায় হাম্পডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সিলাভির দেহে কোন ধরনের উপস্বর্গ নেই। ইতোমধ্যেই সেপ্টেম্বরে ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচটিতে ভাইরাস শঙ্কায় সিলাভি দলের সাথে সাথে ছিলেন না। ম্যাচটির আগে দলীয় স্টাফদের মধ্যে দুটি পজিটিভ কেস ধরা পড়ায় চেক এফএ বাধ্য হয়েছে নতুন ২১ জনকে দিয়ে দল গড়তে। রিসার্ভ স্কোয়াডটি শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয়েছিল।
চেকদের এক পয়েন্ট পিছনে ফেলে স্কটল্যান্ড বি-লিগের ২ নম্বর গ্রুপে শীর্ষে রয়েছে। রোববার স্লোভাকিয়াকে ১-০ গোলে পরাজিত করার পর টানা সাত ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্য নিয়েই তারা চেকদের বিপক্ষে মাঠে নামবে। রোববার আরেক ম্যাচে চেকরা ২-১ গোলে ইসরাইলকে পরাজিত করেছিল।