চেক প্রজাতন্ত্রের কাছে হারলো ইংল্যান্ড

জয় পেলেই নিশ্চিত হয়ে যেত আগামী বছর ইউরোর টিকিট। কিন্তু কোয়ালিফায়ারের পঞ্চম ম্যাচে হেরে অপেক্ষা দীর্ঘায়িত হল ইংল্যান্ডের। শনিবার ইউরো বাছাই পর্বের ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে ১-২ গোলে হেরে বসল গ্যারি সাউথগেটের দল।

এদিন ম্যাচের মাত্র ৫ মিনিটে অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। খেলা শেষ হবার ৫ মিনিট আগে ওন্দ্রাসেকের গোলে ম্যাচ হারতে হল থ্রি-লায়ন্সদের।

এদিন হ্যারি কেনের গোলে ইংল্যান্ড ম্যাচে এগিয়ে যাওয়ার মিনিট চারেকের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। ৯ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান জাকুব ব্রাবেচ। এরপর ৮৫ মিনিটে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম গোল করে ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের পরাজয় নিশ্চিত করেন সুপার সাব ওন্দ্রাসেক। ম্যাচের পর ইংল্যান্ড কোচ গ্যারি সাউথগেট জানান, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। ফল যা হবার তাই হয়েছে।’

তবে ম্যাচ হারলেও প্রথম চার ম্যাচ জিতে এখনও গ্রুপ-‘এ’র শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। ৫ ম্যাচ থেকে তাঁদের পয়েন্ট ১২।

আজকের বাজার/লুৎফর রহমান