চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ওকেডি খনি কোম্পানির মুখপাত্র ইভো চেকোভস্কি জানান, নিহতদের মধ্যে ১১ জন পোল্যান্ডের নাগরিক। দুজন চেক প্রজাতন্ত্রের। বৃহস্পতিবার বিকালে কারভিনা শহরের কাছে ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১০ জন।

এর আগে বিস্ফোরণের প্রথমদিন খনি কোম্পানির পক্ষ থেকে পাঁচজন নিহতের খবর জানানো হয়। ৮০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটে।

এদিকে এ ঘটনায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তারা দুজনেই আজ (শুক্রবার) ঘটনাস্থলে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ