চেক প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে রোববার ভোরে বৃদ্ধাশ্রমে আগুন লেগে আট ব্যক্তি নিহত ও অপর সাত জন আহত হয়েছে। উদ্ধারকারীরা এ কথা জানায়।
জরুরি সংস্থার মুৃখপাত্র প্রকোপ ভলেনিক বলেন,‘ আমি নিশ্চিত করতে পারি যে মর্মান্তিক এক আগুন লাগার ঘটনায় আট ব্যক্তি নিহত ও অপর সাত আহত হয়েছে।’
তবে তিনি আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।
তিনি আরো বলেন, প্রাগ থেকে ১০০ কিলো মিটার উত্তরপশ্চিমে জার্মান সীমান্তবর্তী চেকের ছোট্ট গ্রাম ভেজপ্রিতিতে দুটি জার্মান এম্বুলেন্সসহ সাতটি এম্বুলেন্স ইউনিট মোতায়েন করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান