চেম্বার আদালতে খালেদা জিয়ার জামিন আদেশ বহাল

জিয়া অরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার ১৩ মার্চ, দুপুরে চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি এ সিদ্ধান্ত জানান।

সকালে দুদকের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। দুপুরে শুনানি শেষে চেম্বার জজ নো অর্ডার দিয়ে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। আগামীকাল আবেদনের পূর্ণাঙ্গ শুনানি হবে আপিল বিভাগে।

আরএম/