মেসির জোড়া গোলে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
চেলসিকে হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে নিজের ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
খেলা শুরুর ৩ মিনিটেই চমক দেখান মেসি। ডান প্রান্ত থেকে আক্রমণে দলকে লিড এনে দেন বার্সা সুপারস্টার। ২০ মিনিটে গোল পান উসমান দেম্বেলে, এখানেও বলের যোগানদাতা মেসি।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। কোনঠাসা হয়ে পড়া চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩-০ গোলের জয়, একই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা।
আজকের বাজার/আরজেড