চোখ বেঁধে হাতকড়া পরিয়ে নেয়া হয়েছিল: ইমরান

গণজাগরণ থেকে র‌্যাব সদস্যরা কালো কাপড়ে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তুলে নিয়েছিল বলে দাবি করেছেন ইমরান এইচ সরকার।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইমরান এ কথা বলেন।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় তাকে তুলে নেয়া হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। শুধু প্রতিবাদ করার জন্য একটি প্রতিবাদসভা থেকে কোনো ওয়ারেন্ট ছাড়া সিনেম্যাটিক স্টাইলে তুলে নেয়ার বিষয়টি প্রত্যাশিত নয়।

তবে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ভাই ও বোনকে ডেকে নিয়ে তাদের হাতে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান ইমরান।

তিনি বলেন, কর্মকর্তারা তার কাছে জানতে চান, তিনি কিসের জন্য আন্দোলন করছেন? এর উদ্দেশ্য কী? এ ছাড়া র‌্যাব কর্মকর্তারা ইমরানকে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে, তার যৌক্তিকতার কথা জানান।

ইমরান জানান, পরে তার বোন ও ভাইয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন র‍্যাবে কর্মকর্তারা। ভাইবোন র‌্যাব কার্যালয়ে এলে তাদের জিম্মায় রাতেই ইমরানকে ছেড়ে দেয়া হয়।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগে মাদকবিরোধী অভিযানে ‘বিনা বিচারে হত্যা’র প্রতিবাদে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে গেলে ইমরানকে আটক করে র‌্যাব।

আজকের বাজার/আরআইএস