চতুর্দশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শনিবার বিকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
প্রথম ওভারে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় ওভারে আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সুরঙ্গা লাকমালের বলে হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। লেগ সাইডে লাকমালের শর্ট বলে চোট পান বাঁহাতি ব্যাটসম্যান।চোট কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি।
আঙুলে ব্যথা থাকায় এমনিতেই প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা উড়িয়ে খেলতে নামলেও নতুন করে চোট পেলেন তামিম। বাংলাদেশের জন্য এটি বড় ধাক্কাই!
এখন পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেটের বিনিময় বাংলাদেশের সংগ্রহ ২২ রান।
আজকের বাজার/এমএইচ