যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে দুদল সন্ত্রাসীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুন) ভোরে ইউনিয়নের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, মঙ্গলবার ভোরে খবর আসে ফুলসারা ইউনিয়নের নিমতলা এলাকায় দুদল সন্ত্রাসী গোলাগুলি করছে। এর ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আজকের বাজার/একেএ