যশোরের চৌগাছা উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল।
এ সময় পৌর এলাকার ভাস্কর্য মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ইজিবাইক, ভ্যান স্ট্যান্ডসহ যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
এছাড়া দোকানের সামনের রাস্তা দখল করে মালামাল রাখায় দোকানিদের সতর্ক করা হয়। বিভিন্ন কোম্পানির মালামাল ভর্তি গাড়ি এসে দোকানের সামনে যত্রতত্র পার্কিং করে লোড আনলোড করেন তাদেরকেও সতর্ক করা হয়। পরবর্তীতে যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা হলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পৌর সদরের পরিবেশ ও জনসাধারণের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হচ্ছে। প্রত্যেক ব্যবসায়ী ও যানবাহনের মালিককে সতর্ক করা হয়েছে। আগামীতে আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার/শারমিন আক্তার