জেলার চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চৌদ্দগ্রাম বাজারে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম মনজুরুল হক এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আল-মক্কা সুইটসকে ১০ হাজার, বিসমিল্লাহ সুইটসকে ২৫ হাজার, ইসলামিয়া সুইটসকে ১৫ হাজার, মুসলিম সুইটসকে ১৫ হাজার, সুইটস গার্ডেনকে ১৫ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এস এম মনজুরুল হক বাসসকে বলেন, ওজন ও পরিমাপ আইন এর অধীনে উপজেলার ৫টি মিষ্টি দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় বিএসটিআই কুমিল্লা জেলা কর্মকর্তা খাইরুল ইসলাম ও থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান