চ্যানেল থেকে ২ শতাধিক অভিবাসী উদ্ধার ফ্রান্সের

চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে চলে যাওয়ার চেষ্টা করা দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অস্থায়ীভাবে তৈরি করা বিভিন্ন নৌকা যোগে তারা যাচ্ছিল। মঙ্গলবার রাতে ফরাসি কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে তারা জানায়, সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পৃথক সাতিটি অভিযান চালিয়ে ২১০ জনকে উদ্ধার করে ফ্রান্সের উত্তর উপকূলে ফেরত পাঠানো হয়।  এদের  মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদের নৌকাগুলো অসুবিধায় পড়েছিল।
তাদেরকে কালাইসে ফেরত পাঠানো হয়েছে এবং সীমান্ত পুলিশ তাদের দেখভাল করছে।
২০১৮ সালের শেষের দিক থেকে সমুদ্র পথ পাঁড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ব্যস্ত নৌ পথ হওয়ায় এ পথ অতিক্রম করা অনেক ঝুঁকিপূর্ণ কর্তৃপক্ষ এমন সতর্ক বার্তা দেয়া সত্ত্বেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ওই পথে প্রবল ¯্রােতের পাশাপাশি তাপমাত্রাও অনেক কম।