সেমিফাইনালে রোমার মুখোমুখি লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমার মুখোমুখি হচ্ছে লিভারপুল।

রোমা-লিভারপুল দ্বৈরথকে সালাহ ডার্বি বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। প্রথম লেগ ৫-২ গোলে জিতে ড্রাইভিং সিটে মো সালাহর দল। রোমার মাঠ স্তাদিও অলিম্পিকোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ইজিপশিয়ান কিংয়ের ব্রিলিয়ান্স ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফল নির্ধারণ করে দেয়ার জন্য যে যথেষ্ট সেটা হাড়ে হাড়েই প্রথম লেগে টের পেয়েছে রোমা। অ্যানফিল্ডে রেডদের ৫-২ গোলের জয়ের ম্যাচে চারটি গোলেই অবদান ছিল মোহামেদ সালাহর; দুটি গোল করেছিলেন আর দুটি করিয়েছিলেন।

অসাধ্যকে সাধন করার লক্ষ্য রোমার সামনে; বার্সেলোনার বিপক্ষে তাদের ৩-০ গোলের জয় বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। স্তাদিও অলিম্পিকোতেও রোমা রুপকথার আরেক অধ্যায় লিখতে হবে এবার। শহর জুড়ে অবশ্য বিশ্বাসের ঢেউ ইয়েলো রেডদের ডেরায় হতাশ হতে হবে রেডদের।

৪-৩-৩ ফরম্যাশনে খেলবে লিভারপুল। ৩-৫-২ এ আস্থা রোমার।

এমন ম্যাচের আগে চোট কামড় বসিয়েছে দুই দলেই। রোমার কার্সড্রপ, ডেফরেল, পেরোত্তি, স্ট্রুটম্যান মিস করবেন এই দ্বৈরথ। লিভারপুলের অক্সলেড-চেম্বারলেইন এবং গোমেজও থাকবেন মাঠের বাইরে।

পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল কাউন্টার অ্যাটাক সানাতে ওস্তাদ। রোমার আক্রমণাত্মক ফুটবল তাদের এই মুনশিয়ানা দেখানোর কাজটাকে সহজ করে দিতে পারে। সব মিলিয়ে উত্তেজনায় ঠাসা এক ম্যাচের অপেক্ষায় ফুটবল রোমান্টিকরা।

আরজেড/